মৌলভীবাজার প্রেসক্লাবে বিজয়ের কবিতা পাঠ
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২০, ৫:৩৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মহান বিজয় দিবসে মৌলভীবাজার প্রেসক্লাবের উদ্যোগে ‘কবিতায় বিজয়ের উচ্চারণ’ শিরোনামে কবিতা পাঠের ব্যতিক্রমি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৬ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় প্রেসক্লাব হলরুমে কবিতা পাঠ ও কাব্যকথায় অনুষ্ঠান মুখর করে তোলেন প্রেসক্লাবের সাংবাদিক কবিরা। কবিতার ছন্দে বিজয়ের জয়গাঁথা উচ্চারিত হয়। চলে সাহিত্য ও কাব্যতথ্যের নানা অনুসঙ্গ নিয়ে আলাচনা।
মৌলভীবাজার প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট নূরুল ইসলাম শেফুলের সভাপতিত্বে ও সাংবাদিক সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের পরিচালনায় অনুষ্ঠানে কবিতাপাঠ ও আলোচনায় অংশগ্রহণ করেন লেখক ও সাংবাদিক সরওয়ার আহমদ, কবি ও কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু, কবি ও ছড়াকার আব্দুল হামিদ মাহবুব, সাংবাদিক সালেহ এলাহি কুটি, কবি মুজাহিদ আহমদ, কবি নূরুল নাভেদ ও কবি আহমদ আফরোজ।
কবিতা পাঠ শেষে সাংবাদিক ও কণ্ঠশিল্পী তমাল ফেরদৌস দুলাল গান পরিবেশন করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত। এসময় মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।