শ্রীমঙ্গলে দুঃস্থদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২০, ৬:৫৫ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
শ্রীমঙ্গলের সামাজিক সংগঠন ইউনির্ভাসেল ইযূথ ফোরাম এর উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকালে শ্রীমঙ্গল পৌরসভার হলরুমে শতাধিক ব্যক্তিকে এসব কম্বল ও মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু, কাউন্সিলর মীর এম এ সালাম, ফোরামের সভাপতি ইমরান আজিজ, পৃষ্ঠপোষক সোহাইল আহমদ, হাফেজ মাওলানা মিছবাহ উদ্দিন জোবায়ের, ফোরামের সেক্রেটারি সাহাদৎ হোসেন খান প্রমুখ।