কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন পরিচালনা কমিটিকে সমন জারী
প্রকাশিত হয়েছে : ২ ডিসেম্বর ২০২০, ৩:১৬ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
ত্রুটিপূর্ণ ভোটার তালিকা দিয়ে ভোট কার্যক্রম পরিচালনার জন্য কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কসহ অন্যান্য সদস্যদের উপর সমন জারি করেছেন জেলা সিনিয়র সহকারী জজ আদালত।
ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫নং ওয়ার্ডের ভোটার ও নির্বাচনে ওয়ার্ড সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী জহির খাঁন বাদি হয়ে মৌলভীবাজার জেলা সিনিয়র সহকারী জজ আদালত একটি পিটিশন দায়ের করেন। এর প্রেক্ষিতে সমন জারী করেন আদালত।
এদিকে নোটিশ পাওয়ার একদিন পর (১ ডিসেম্বর মঙ্গলবার) তড়িঘড়ি করে নব-নির্বাচিতদের শপথ গ্রহণ সম্পন্ন করেছে নির্বাচন পরিচালনা কমিটি।
আদালতের নোটিশ ও ব্যবসায়ী কল্যাণ সমিতি সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর শনিবার কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতিরি ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের ওয়ার্ড সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জহির খাঁন। নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুল মুহিতের নিকট পরাজিত জন তিনি। পরে তিনি ত্রুটিপিূর্ণভাবে ভোটার তালিকায় ভোটার অন্তর্ভূক্তি ও সেই ভোটার তালিকা দিয়ে নির্বাচন সম্পন্নের অভিযোগ এনে গত ২৬ নভেম্বর জেলা সিনিয়র সহকারী জজ আদালত একটি পিটিশন দায়ের করেন জহির খাঁন। মৌলভীবাজার জেলা সিনিয়র সহকারী জজ আদালত ২৯ নভেম্বর কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খন্দকার লুফুর রহমানসহ কমিটির বাকি সদস্যদের সমনজারী করে নোটিশ পাঠিয়েছেন। ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি তাঁদের স্ব-শরীরে অথবা নিজস্ব প্রতিনিধি দ্বারা প্রয়োজনীয় প্রমাণসহ আদালতে উপস্থিত হওয়ার জন্য নোটিশে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খন্দকার লুফুর রহমান বলেন, সমন পেয়েছি, আমরা প্রয়োজনীয় প্রমাণসহ আদালতে সমনের জবাব দিবো।
সমনে নবনির্বাচিতদের শপথে কোন নিষেধজ্ঞা নেই তাই মঙ্গলবার (১ ডিসেম্বর) ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠিত হয় বলে জানান তিনি।