সিলেটে যুবদল নেতার স্ত্রীকে ধর্ষণ চেষ্টা,সংঘর্ষে আওয়ামীলীগ সভাপতির ভাই নিহত
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২০, ৩:৫৩ অপরাহ্ণ
সিলেট প্রতিনিধিঃ
সিলেটের ফেঞ্চুগঞ্জে দরজা ভেঙ্গে ঘরে ডুকে যুবদল নেতার উপর হামলা ও তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টাকালে স্থানীয়দের হামলায় ইনু মিয়া নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। নিহত ইনু মিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছানু মিয়ার ছোট ভাই। গত ২৫ নভেম্বর রাত ১২ টার দিকে উপজেলার নিজ মিলাছড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। বর্বর ও লোমহর্ষক এ ঘটনা পুরো উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,ব্যবসা,পারিবারিক সম্পত্তি এবং রাজনীতি নিয়ে দীর্ঘ দিন থেকে ইনু মিয়া ও ছানু মিয়ার সাথে বিরোধ চলছিল ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মোঃআমিনুল ইসলামের। আমিনুলের বাবা মৃত ময়না মিয়া ছিলেন ইনু ও ছানু মিয়ার সৎ ভাই। ময়না মিয়া মারা যাওয়ার পর থেকে আমিনুলের সাথে ইনু ও ছানু মিয়ার দ্বন্দ চলছিল। এরই সূত্রে ধরে গত ২৫ নভেম্বর রাত ১২ টার দিকে ইনু মিয়ার নেতৃত্বে ১০/১২ জন মুখোশধারী যুবক আমিনুলের ঘরে ঢুকার চেষ্টা করে। দরজা খুলে না দিলে তারা তালা ভেঙ্গে জোরপূর্বক ঘরে ঢুকে আমিনুলের উপর হামলা এবং তার স্ত্রী পারুল বেগমকে ধর্ষণের চেষ্টা চালায়। তখন তারা আমিনুলের শিশু কন্যা ফারিহা ইসলামকেও হত্যার চেষ্টা চালায়। এসময় আমিনুলের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে হামলাকারীদের প্রতিহত করতে চাইলে তাদের সাথে সংঘর্ষ বাধে। এতে ইনু মিয়া গুরুতর আহত হয়। পরে তাকে থানা সদর হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
থানা সূত্রে জানা যায়,এ ঘটনায় নিহত ইনু মিয়ার ভাই,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ছানু মিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার আসামীরা হলেন সাবেক ছাত্রদল নেতা এবং ইউনিয়ন যুবদলের বর্তমান সহ সভাপতি মোঃআমিনুল ইসলাম,দোকান কর্মচারী জাকির হোসেন,যুবদল নেতা মিটু মিয়া ও মইন উদ্দিন।
পুলিশ জানায়, মামলার ২ নং আসামী জাকির হোসেনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। ১ নং আসামী সহ বাকীদেরকে গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।