জেলা পরিষদের দায়িত্বভার গ্রহণ করছেন মিছবাহুর রহমান
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২০, ৬:১৩ অপরাহ্ণ
মৌলভীবাজার জেলা পরিষদের দায়িত্বভার গ্রহণ করেছেন উপনির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমান। গত ৮ নভেম্বর ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চেয়ারম্যান হিসাবে শপথ গ্রহণ করেন। আজ ১০ নভেম্বর মঙ্গলবার ছিল তার প্রথম কর্মদিবস।
নবনির্বাচিত চেয়ারম্যানের প্রথম কর্ম দিবস হিসেবে জেলা পরিষদের পক্ষ জেলা পরিষদ প্রাঙ্গণে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে জেলা পরিষদের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, পরিষদের কর্মকর্তা-কর্মচারিবৃন্দসহ আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।