শ্রীমঙ্গলে চা-বাগানের পুকুর থেকে লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২০, ২:১১ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
শ্রীমঙ্গলে আমড়াইলছড়া চা বাগান থেকে রমন দাস (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত রমন দাস আমড়াইলছড়া চা বাগানের দুখিয়া দাসের ছেলে।
২৫ অক্টোবর রোরবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ এসে পুকুর থেকে লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মিলন শীল জানান, গতকাল রাতে চা বাগানের ৬নং লেবার লাইনে ছোট একটি পুকুরে রমনের লাশ পড়ে আছে বলে বাগানের লোক তাকে খবর দেয়। পরে শ্রীমঙ্গল থানায় জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক বলেন, লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। প্রাথমিকভাবে মনে হচ্ছে অতিরিক্ত মধ্যপানের কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।