মৌলভীবাজার জেলা পরিষদ উপ-নির্বাচন
মিছবাহুর রহমানের ভূমিধ্বস বিজয়, রহিম শহিদের ভরাডুবি
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২০, ৪:০৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজার জেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দল সমর্থিত চশমা প্রতীকের প্রার্থী আলহাজ মিছবাহুর রহমানের ভূমিধ্বস বিজয় হয়েছে। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মোটর সাইকেল প্রতীকের প্রার্থী এম এ রহিম শহিদের ভরাডুবি হয়েছে।
মৌলভীবাজারের ১৫টি সেন্টার থেকে আমাদের প্রতিনিধি ও এজেন্টদের থেকে প্রাপ্ত ভোটের হিসাব অনুযায়ী চশমা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৭৩২ ভোট এবং মোটর সাইকেল প্রতীকের এম এ রহিম শহিদ পেয়েছেন ২০২ ভোট। ১৫ টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৯৩৫ ভোট। একটি ভোট বাতিল হয়েছে। মৌলভীবাজার জেলা নির্বাচন অফিস থেকে এখনো আনুষ্ঠানিকভাবে ভোটের হিসাব জানানো হয়নি।
১৫টি কেন্দ্রে দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের হিসাব :
মৌলভীবাজারের ৩ সেন্টারের মধ্যে হিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চশমা ২৯, মোটর সাইকেল ৩৬, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চশমা ৪০, মোটর সাইকেল ২৪, এবং কনকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চশমা ৪২, মোটর সাইকেল ২১ ভোট পেয়েছে।
রাজনগরের একমাত্র সেন্টার রাজনগর ডিগ্রি কলেজ কেন্দ্রে চশমা পেয়েছে ৫৫ এবং মোটর সাইকেল পেয়েছে ১২ ভোট।
কুলাউড়ার ৩ সেন্টারের মধ্যে নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চশমা ৫৯, মোটর সাইকেল ৪ ভোট, নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চশমা ৫৯, মোটর সাইকেল ৫ ভোট, বরমচাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চশমা ৬৫ মোটর সাইকেল ২ ভোট পেয়েছে।
বড়লেখায় দুটি সেন্টারের মধ্যে পিসি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চশমা পেয়েছে ৩৬ ভোট, মোটর সাইকলে ২৭, তালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চশমা ৩০ ও মোটর সাইকেল ১৪ ভোট।
জুড়ির দুটি কেন্দ্রের মধ্যে দক্ষিণ জাঙ্গিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চশমা ৫২, মোটর সাইকেল ৩ ভোট। হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চশমা ৩৯, মোটর সাইকেল ১১ ভোট পেয়েছে।
কমলগঞ্জ উপজেলার দুটি সেন্টারের মধ্যে কমলগঞ্জ বহুমুখি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চশমা ৬২, মোটর সাইকেল ৩ ভোট এবং এএটিএম বহুমুখি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চশমা ৪৮ ভোট, মোটর সাইকেল ১৯ ভোট পেয়েছে।
শ্রীমঙ্গলের দুটি সেন্টারের মধ্যে চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চশমা ৫১ ও মোটর সাইকেল ১১ ভোট এবং কাকিয়াছড়া চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চশমা ৫৫ মোটর সাইকেল ১০ ভোট পেয়েছে।