গৃহবধূকে গণধর্ষণের প্রতিবাদে মৌলভীবাজারে প্রতিকী অনশন
প্রকাশিত হয়েছে : ১ অক্টোবর ২০২০, ৫:৪৮ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার :
সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধুকে গণধর্ষণে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও দেশব্যাপি সংঘটিত সকল যৌন সহিংসতার বিচার দাবিতে মৌলভীবাজারে প্রতিকী অনশন পালন করা হয়েছে। আজ (১ অক্টোবর) বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ঘণ্টাব্যাপি অনশন কর্মসূচি পালন করেন শেখ বোরহান উদ্দিন সোসাইটি।
প্রতিকী অনশনে উপস্থিত ছিলেন শেখ বোরহান উদ্দিন ইসলামী সোসাইটির চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিব, সাংগঠনিক সম্পাদক সোহান হোসাইন হেলাল, দফতর সম্পাদক সিরাজুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দুলাল হোসাইন জুমান, যুগ্ম দফতর সম্পাদক এস এম বশির আহমদ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জুবায়ের আহমদ জুবেল, নির্বাহী পরিচালক কেএম শাহজানুর রহমান, এস এন সাকিব, মোনাঈদ আহমদ মুন্না প্রমুখ।