সাবেক তালামীয নেতা হাফিয রুহুল আমিনের পিতৃবিয়োগ
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২০, ৪:৪৬ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজার সদর উপজেলা তালামীযের সাবেক সাধারণ সম্পাদক, যুক্তরাজ্যের আবাডিনে অবস্থিত হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) জামে মসজিদের খতিব হাফিয রুহুল আমিনের পিতা মো. আব্দুল কাদির (৬৫) ইন্তেকাল হয়েছেন।
রোববার রাত ১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার কাটারাই গ্রামে নিজ বাড়িতে তার ইন্তেকাল হয়। আজ ২৭ সেপ্টেম্বর সোমবার দুপুর আড়াইটায় কাটারাই জামে মসজিদ প্রাঙ্গনে জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমের জানাযার নামাজের ইমামতি করেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ হাফিয আলাউর রহমান টিপু। এছাড়া জানাযার নামাজে আন্জুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার স্থানীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে তিনি ১ ছেলে, ৪ মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্যের সিরাজাম মুনিরা অ্যাডুকেশন সেন্টারের পরিচালক আলহাজ হাফিয সাব্বির আহমদ, মৌলভীবাজার জেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল আলিম, মৌলভীবাজার প্রেসক্লাবের সহসভাপতি অশোক কুমার দাশ, সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সহযোগী সম্পাদক সালাহ্ উদ্দিন ইবনে শিহাব, সহকারী সম্পাদক রেদওয়ানুল ইসলাম।