বীরমুক্তিযোদ্ধা মরহুম আজিজুর রহমানের চেহলাম অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২০, ৫:৪২ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
বীর মুক্তিযোদ্ধা আলহাজ আজিজুর রহমানের চেহলাম অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ সেপ্টেম্বর মৌলভীবাজার সদরের গুজারাই গ্রামে তার নিজ বাড়িতে এ উপলক্ষ্যে মিলাদ, দোয়া মাহফিল ও শিরনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ ও জেলা কোর্ট জামে মসজিদের খতিব মুফতি মাওলানা শামসুল ইসলাম।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পুলিশ সুপার ফারুক আহমদ (পিপিএম), জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান তফাদার রিজুয়ানা সুমি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, মৌলভীবাজার জেলা আ.লীগের সহ সভাপতি মুহিবুর রহমান তরফদার, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, রাজনগর উপজেলা আ.লীগের সভাপতি মিছবাহুদ্দোজা (ভেলাই), কুলাউড়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ আজিজুর রহমান গত ১৮ আগস্ট করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।