শ্রীমঙ্গলে ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার প্রতিবাদে সমাবেশ
প্রকাশিত হয়েছে : ৭ সেপ্টেম্বর ২০২০, ৭:৫৬ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ ও তার মেয়ে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
আজ ৭ সেপ্টেম্বর সোমবার দুপুরে শহরের ভানুগাছ রোডস্থ পেট্রলপাম্পের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল শ্রীমঙ্গলের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
শ্রীমঙ্গল মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন ছমরুর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
সমাবশে বক্তব্য রাখেন সাবেক সহকারি কমান্ডার অমলেন্দু পাল, জেলা সহকারি কমান্ডার মো. আনসার আলী, ছোবহান মিয়া, সানু মিয়া, রতিকান্ত রায়, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের উপজেলা শাখার আহবায়ক রোটারিয়ান মিঠন পাল, সদস্য সচিব মো. জসিম উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা সন্তান ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে হামলা করে হত্যা চেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।