মৌলভীবাজারে মাদকপার্টিতে তরুণী ধর্ষণ ।। আসামী রায়হান আনছারি একদিনের রিমান্ডে
প্রকাশিত হয়েছে : ৭ সেপ্টেম্বর ২০২০, ৭:২৬ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে ঈদ পূণর্মিলনীর নামে গাজাপার্টিতে তরুণী ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার ২নং আসামী রায়হান আনছারীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত ৩ সেপ্টেম্বর বিকেলে আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন রায়হান।
আজ ৭ সেপ্টেম্বর সোমবার মৌলভীবাজার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম গাজী বাহাউদ্দিন রিমান্ড আবেদন শুনানী শেষে এই আদেশ দেন।
জানা যায়, মৌলভীবাজার শহরতলীর সোনাপুর এলাকায় গত ৩ আগস্ট সংবাদকর্মী মাহমুদ এইচ খানের ভাড়া বাসায় ঈদ পূণর্মিলনীর নামে গাঁজার আসর জমানো হয়। এই পার্টিতে গাজা খাইয়ে এক তরুণীকে ধর্ষণ করেন ছাত্রফ্রন্ট নেতা সজিবুল ইসলাম তুষার। ঘটনাটি গত ২৫ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করে জানান সংবাদকর্মী মাহমুদ এইচ খান। পোস্টে তার ভাড়া বাসায় তিনিসহ সকলেই গাঁজা খাওয়ার কথা উল্লেখ করেন। তিনি সজিব তুষারকে দায়ী করে এ ঘটনায় মামলা হবে বলে জানান। এদিকে মাহমুদের পোস্টের পরে সজিবুল ইসলাম তুষার ওরফে কবি সজিব তুষার আত্মপক্ষ সমর্থন করে পাল্টা স্ট্যাটাস দেন। তিনি ধর্ষণ নয় উভয়ের সম্মতিতে যৌন সম্ভোগের কথা স্বীকার করেন।
এ ঘটনায় ভিকটিম ধর্ষণের অভিযোগ এনে সজিব তুষারকে প্রধান আসামী ও ধর্ষণের সহযোগী হিসাবে সমাজতান্ত্রিক দল বাসদের রাজনীতির সাথে জড়িত রায়হান আনছারী ও নারী সুরক্ষা আন্দোলনের নেত্রী মার্জিয়া প্রভাকে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় গত ৩১ আগস্ট ধর্ষণ মামলা করেন। একই দিন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি ও ভিডিও ভাইরাল করায় আইসিটি আইনে মোস্তফা কামাল খান বিজয় (এ. বি খান বিজয়) কে আসামী করে অপর আরেকটি মামলা করেন। মামলা দায়েরের ৮ দিনেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
এদিকে ধর্ষণ মামলার ২নং আসামী রায়হান আনছারী গত ৩ সেপ্টেম্বর বিকেলে আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তাপস আত্মসমর্পণকারী আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত আজ ৭ সেপ্টেম্বর সোমবার শুনানী শেষে তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, রায়হান আনছারী ও সজিবুল ইসলাম তুষারকে স্ব স্ব সংগঠন থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এদিকে সংবাদকর্মী মাহমুদ এইচ খানের সহযোগী সদস্যপদ বাতিল করেছে মৌলভীবাজার প্রেসক্লাব।
এ বিষয়ে মামলার তদন্তকারী অফিসার এসআই তাপস একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর হওয়ার সত্যতা স্বীকার করে জানান, ধর্ষণ মামলার আসামীকে আজ সোমবার রাত থেকে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে।