বাংলাদেশের পতাকাবাহী ১৬ জাহাজ গভীর সমুদ্রে
প্রকাশিত হয়েছে : ৬ সেপ্টেম্বর ২০২০, ২:১৬ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
করোনা ভাইরাস (কোভিট-১৯) এর কারণে বিশ্ববাণিজ্য যখন বিপর্যয়ের মুখে তখনই সমুদ্রে বাড়ছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ।
লাল-সবুজ পতাকাবাহী পণ্যপরিবহনের ১৬টি জাহাজ মহামারির এ সময়ে গভীর সমুদ্রে যুক্ত হয়েছে। এতে প্রায় ৬০ হাজার মানুষের কর্মসংস্থানের পাশাপাশি বার্ষিক আয় হবে ৪ বিলিয়ন ডলার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ বাণিজ্য নীতির ফলে এমনটি সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞরা বলেছেন, সমুদ্রগামী জাহাজ খাতে বাংলাদেশের রয়েছে বিশাল সম্ভাবনা। এটি ৯শত কোটি ডলারেরও বেশি সা¤্রয় করতে পারে, যেটি এখন সমুদ্রগামী জাহাজে পণ্য পরিবহনে জন্য ব্যয় করা হচ্ছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (সুরক্ষা) আইন ২০১৯ কার্যকর করার ফলে আমরা এখন তার সুফল পাচ্ছি।’