মৌলভীবাজারে কারেন্ট জাল জব্দ, সশ্রম কারাদন্ডসহ জরিমানা
প্রকাশিত হয়েছে : ৩ সেপ্টেম্বর ২০২০, ৭:০৫ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে কারেন্ট জাল মজুদ ও বিক্রির অপরাধে তিন ব্যক্তিকে ১৫ হাজার টাকা জনিমানাসহ প্রত্যেককে ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে ।
আজ ৩ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম হুমায়রা সুলতানা। এসময় তাকে সহযোগীতা করেন মৌলভীবাজারের সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুলতান মাহমুদ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজারে র্যাব, জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় আকলিছ মিয়া, খালিছ মিয়া ও অমূল্য দেবনাথ নামের ৩ কারেন্ট জাল মজুদকারী ও বিক্রেতার নিকট থেকে প্রায় ৮০ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। যার দৈর্ঘ্য প্রায় ৩০ হাজার মিটার। পরে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের প্রত্যেককে মৎস্য রক্ষা ও সুরক্ষা আইন ১৯৫০ অনুযায়ী ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা ও ১ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
অভিযানে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি, স্কোয়াড কমান্ডার সৌমেন মজুমদার ও সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সুলতান মাহমুদসহ অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন। জব্দকৃত কারেন্ট জাল ঘটনা স্থলেই ধ্বংস করা হয় ।