গণপরিবহনকে ১১ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ২ সেপ্টেম্বর ২০২০, ৬:৫৫ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার :: সরকার নির্দেশিত ব্যবস্থা না নেওয়াসহ বিভিন্ন অপরাধে গণপরিবহনকে ১১ হাজার টাকা জরিমানা করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন।
আজ ২ সেপ্টেম্বর বুধবার দুপুরে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার উদ্দেশ্যে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় গণপরিবহনের জন্য সরকার নির্দেশিত ব্যবস্থা না নেওয়া, ফিটনেস না থাকা ইত্যাদি অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ আইনে ২৮ টি পৃথক মামলায় সর্বমোট ১১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে তা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হারুন-অর-রশিদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তানভীর হোসেন, আসমা-উল-হুসনা, মৌসুমী আক্তার, হুমায়রা সুলতানা, অর্ণব মালাকার ও শামীমা আফরোজ মারলিজ।
এছাড়া জনসচেতনতা বৃদ্ধির জন্য বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।