রাজনগরে ভোক্তার অভিযানে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ১ সেপ্টেম্বর ২০২০, ৩:২৬ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
রাজনগরে অভিযান চালিয়ে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন। অভিযানে তাকে সহযোগীতা করে রাজনগর থানা পুলিশ।
আজ ১ সেপ্টেম্বর মঙ্গলবার রাজনগরের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, এসব প্রতিষ্ঠানে মূল্য তালিকা না রাখা, মেয়াদ উত্তীর্ণ প্রাসধনী ও খাদ্য পণ্য বিক্রয়, বিস্ফোরক আইন না মেনে ঝুঁকিপূর্ণভাবে রাস্তার পাশে রেখে গ্যাস সিলিন্ডার বিক্রয় করা, অতিরিক্ত দামে খাদ্যপণ্য ও বাসা বাড়ির গ্যাস সিলিন্ডার বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে টেংরাবাজারে অবস্থিত হিসাম অ্যান্ড শিহাব ভেরাইটিজ স্টোরকে ২ হাজার টাকা, কুলাউড়া রোডে অবস্থিত দোহা অ্যান্ড তরফদার ভেরাইটিজ স্টোরকে ১ হাজার টাকা, টেংরা বাজারে অবস্থিত মা বিরানী হাউজকে ২ হাজার টাকা, পাল ইলেকট্রিককে ১ হাজার টাকা, কর্ণীগ্রামে অবস্থিত মদিনা স্টোরকে ২ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
ভোক্তা অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন অভিযান পরিচালনা ও জরিমানা আদায়ের সত্যথা প্রেসবিজ্ঝপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।