মৌলভীবাজারে করোনা আক্রান্ত মোট ৮৩৯
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২০, ৬:৪৫ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। সর্বশেষ ২২ জনের করোনা শনাক্তসহ জেলায় আক্রান্তের সংখ্যা ৮৩৯ জনে দাড়িয়েছে। এখন মৌলভীবাজার জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮৩৯ জন। সুস্থ হয়েছেন ৪২৮ জন। মৃত্যুবরণ করেছেন ১০ জন। করোনা উপসর্গ নিয়ে এর মধ্যে অন্তত ৩৫ জন মৃত্যুবরণ করেছেন।
মৌলভীবাজার জেলায় প্রথম করোনা রোগি শনাক্ত হয় গত ৪ এপ্রিল রাজনগর উপজেলার আকুয়া গ্রামে। তখন ওই ব্যক্তির গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রাম লকডাউন করা হয়। এরপর থেকে জেলার বিভিন্ন উপজেলায় রোগী শনাক্ত হয়।
জানা যায়, গতকাল ১৯ জুলাই মৌলভীবাজারে ২২ জনের করোনা শনাক্তের রিপোর্ট আসে। মৌলভীবাজার সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়, এই সব নমুনা সংগ্রহ করা হয় গত ১৫ জুলাই। এখন পর্যন্ত দুইশ জনের ফলাফল আসার অপেক্ষায় রয়েছে। এদিকে সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে মোট ৮৩৯ জন আক্রান্তের বিপরীতে সুস্থ্য হয়েছেন ৪২৮ জন। আইসোলেশনে আছেন ৪১০ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ৩ জন। এদিকে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় প্রতিদিনই মোবাইল কোর্ট পরিচালনা করছে। আদায় করা হয়েছে জরিমানা।
এদিকে জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানা যায়, জেলার ৭ উপজেলা থেকে প্রথম দিকে প্রতিদিন দুইশ নমুনা সংগ্রহ করা হলেও এখন তা গড়ে ৬০/৭০ টির মতো নমুনা সংগ্রহ করা হচ্ছে।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহিদ আহমদ জানান, মৌলভীবাজারে এ পর্যন্ত ৮৩৯ জন করোনা আক্রান্ত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান জেলায় করোনা আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন।