এম এ হকের মৃত্যুতে নাসের রহমানের শোক
প্রকাশিত হয়েছে : ৪ জুলাই ২০২০, ২:৫১ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান। গতকাল (৩ জুলাই) জেলা বিএনপির প্যাডে এক শোকবার্তায় নাসের রহমান বলেন, এম এ হকের মত উদার ও সজ্জ্বন ব্যক্তিকে সিলেটের মানুষ কখনই ভুলতে পারবে না। মরহুম এম এ হক আমার মরহুম পিতা এম সাইফুর রহমানের একনিষ্ট কর্মী ছিলেন। ্আামি ও মরহুম হক এক সাথে বিভিন্ন সময় অনেক রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। রাজনৈতিক জীবনে তিনি শত বাঁধা বিপত্তিতে ছিলেন অবিচল। রাজনীতির পাশাপাশি তিনি সিলেটের মানুষের কাছে একজন সমাজসেবক হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন। তাঁর মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তার পরিবারকে এ শোক কাটিয়ে উঠার তাওফিক দেন।
এদিকে মৌলভীবাজার জেলা যুবদলের সদস্য জগলুল হক মতিন সন্ত্রাসী হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতেও এম নাসের রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।