মৌলভীবাজারে বামগণতান্ত্রকি জোটের বিক্ষোভ সমাবশে
প্রকাশিত হয়েছে : ২ জুলাই ২০২০, ৩:০২ অপরাহ্ণ
শহর প্রতিনিধি ::
স্বাস্থ্যখাতে অনয়িম দুর্নীতি ও অব্যবস্থাপনারোধ ও মৌলভীবাজারে পিসিআর ল্যাব স্থাপনসহ বিভিন্ন দাবিতে বামগণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা শাখা বিক্ষোভ সমাবেশ করেছে।
আজ ২ জুলাইর বৃহস্পতবিার সকাল সাড়ে এগারটার দিকে চৌমোহনা চত্বরে বাসদের জেলা শাখার আহবায়ক অ্যাড. মঈনুর রহমান মগনুর সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারাÑ স্বাস্থ্যখাতে অনয়িম দুর্নীতি ও অব্যবস্থাপনা রোধ ও মৌলভীবাজারে পিসিআর ল্যাব স্থাপন, রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের চক্রান্ত বন্ধ করাসহ বিভিন্ন দাবি জানান।
কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য জহরলাল দত্তের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির জেলা সাধারণ সম্পাদক অ্যাড. নিলিমেষ ঘোষ বলু, বাসদ জেলা শাখার সদস্য অ্যাড. আবুল হাসান, যুব ইউনিয়নের জেলা নেতা আবু রেজা সিদ্দিকী ইমন, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি সুবিনয় রায় শুভ, ছাত্র ফ্রন্ট জেলা শাখার সহ-সভাপতি বিশ্বজিৎ নন্দী।