মৌলভীবাজারে করোনা উপসর্গ নিয়ে শ্রীমঙ্গলের একব্যক্তির মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২০, ৫:৩২ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
করোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আইসোলেশন ইউনিটে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ ২১ জুন রবিবার বিকেল আড়াইটার দিকে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি দত্ত কানগো।
হাসপাতাল সূত্রে জানা যায়, শ্রীমঙ্গলের মাজিদিহি চা বাগান এলাকার দূরুদ মিয়া (৪০) নামে এক ব্যাক্তি গত তিনদিন ধরে জ্বর, সর্দি, শ্বাসকষ্টে ভূগছিলেন। রবিবার দুপুর ২টায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি হন তিনি়। ভর্তির কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতালের তত্ত্ববধায়ক পার্থ সারথি দত্ত কানুনগো জানান, করোনা ভাইরাসের উপসর্গ থাকায় মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি না।