শ্রীমঙ্গলে করোনা ভাইরাস সংক্রমন রোধে যানবাহনে জীবানুনাশক স্প্রে
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২০, ৬:০০ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
শ্রীমঙ্গলে করোনা ভাইরাস সংক্রমন রোধে যানবাহনে জীবাণুনাশক ঔষুধ স্প্রে করা হয়েছে। আজ ২৩ মার্চ সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের হবিগঞ্জ রোডস্থ দ্বারিকাপাল মহিলা ডিগ্রি কলেজের সামনে শ্রীমঙ্গল পুলিশ প্রশাসনের উদ্যোগে জীবানুনাশক ঔষধ স্প্রে করা হয়।
পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান নিজ কাঁধে জীবাণুনাশক যন্ত্র নিয়ে প্রতিটি যানবাহনে স্প্রে করতে দেখা যায়। এসময় তাকে সহযোগীতা করেন এবং কার্যত্রুমের সার্বিক তদারকি করেন অফিসার ইনচার্জ আব্দুস ছালেক, সোহেল রানা (ওসি তদন্ত) নয়ন কারকুনসহ (ওসি অপারেশন) থানা পুলিশের অন্যান্য সদস্য।
পুলিশ সদস্যরা শহরে গমনে ছোট বড় যাত্রী ও মালবাহী প্রত্যেক গাড়ীতে জীবানুনাশক ঔষধ স্প্রে করছেন।