মৌলভীবাজার প্রেসক্লাবের প্রথম বিজয়ী নারী সাংবাদিক এ এস কাঁকন
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২০, ৭:১৯ অপরাহ্ণ
শহর প্রতিনিধি ::
মৌলভীবাজার প্রেসক্লাবের স্থায়ী নারী সদস্য হিসাবে এ এস কাঁকন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তিনি দৈনিক ভোরের পাতা ও দি পিপলস টাইম পত্রিকায় মৌলভীবাজার প্রতিনিধি হিসাবে কাজ করছেন।
মৌলভীবাজার প্রেসক্লাব ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। এটি সেই সময়ের মহকুমা পর্যায়ের দ্বিতীয় প্রেসক্লাব। প্রেসক্লাবের ৫৫ বছরের ইতিহাসে এবারই প্রথম কোন নারী সদস্য হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করে ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হলেন এ এস কাঁকন।
গত ১৪ মার্চ শনিবার মৌলভীবাজার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২০ প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। । ক্লাবের মোট ৪০টি ভোটের মধ্যে ২২ ভোট পেয়ে তিনি বিজয়ী হন।
এ এস কাঁকন দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় পেশায় আছেন। কাঁকন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেট শাখার আহবায়ক কমিটির সদস্য সচিব হিসাবেও দায়িত্ব পালন করছেন। তিনি নতুন এই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি সহকর্মীদের সহযোগিতা কামনা করেছেন।