শ্রীমঙ্গলে নানা কর্মসূচির মধ্য দিয়ে মুজিব শতবার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২০, ৩:৪৭ অপরাহ্ণ
সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল ::
শ্রীমঙ্গলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মুজিববর্ষ উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে স্থানীয় সংসদ সদস্যের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান সার্কেল (শ্রীমঙ্গল-কমলগঞ্জ), শ্রীমঙ্গল থানার অফিসার্স ইনচার্জ আব্দুছ ছালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সম্পাদক শহীদ হোসেন ইকবালসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গল প্রেসক্লাবসহ সরকারি-বেসরকারি, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত, দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেয়া হয়।