কমলগঞ্জে জাল স্ট্যাম্পসহ একজন আটক
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২০, ৭:৪১ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জে শমশেরনগর এলাকা থেকে বিভিন্ন মূল্যের রাজস্ব, জাল স্ট্যাম্প, বিভিন্ন ব্যাংকের সিল ও ব্যবহৃত ডেভিট কার্ডসহ একজনকে আটক করছে পুলিশ। আজ ১৮ মার্চ বুধবার দুপুর আড়াইটায় শমশেরনগর পুলিশ ফাঁড়ি সংলগ্ন রহিম ম্যানশনের সামনে থেকে তাকে আটক করা হয়েছে। এ ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ-শ্রীমঙ্গলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান শমশেরনগর পুলিশ ফাঁড়িতে এসে তদন্ত করে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর রহিম ম্যানশনের সামন থেকে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দলের অভিযানে একজনকে আটক করেন। আটক ব্যক্তি বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের চিন্তাপুর গ্রামের আলী আহমদের ছেলে কামাল আহমেদ (৩৫)।
আটকের পর তার ব্যবহৃত ব্যাগ থেকে ১০ টাকা ও ১শ’ টাকা মূল্যের জাল রাজস্ব স্ট্যাম্প, ৫০ টাকার ৩০টি, ১শ’ টাকার ১০৮টি জাল স্ট্যাম্প, ব্যবহৃত বিভিন্ন ব্যাংকের ১৯টি ডেভিট কার্ড, ব্যাংক চালান, বিভিন্ন ব্যাংক শাখার নামীয় ৬০টি রাভার সিল, বিভিন্ন ব্যাংকের ৪টি চেক বই ও ১০টি কার্টিজ পেপারসহ ৩ লক্ষ টাকা মূল্যের জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে আটক ব্যক্তি এ ব্যবসার সাথে জড়িত রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে কমলগঞ্জ থানায় প্রেরণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।