মৌলভীবাজারে আরপিএল টি-১০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ান ‘ইউনিটি ব্রাদার’
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২০, ২:৩৫ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারের রসুলপুর মিতালী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আরপিএল টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ ও পি.এস.সি পরীক্ষায় এ+ প্রাপ্তদের সংবর্ধনা দেয়া হয়েছে।
গতকাল (১০ মার্চ) মঙ্গলবার বিকেলে সদর উপজেলার রসুলপুর গ্রামে স্থানীয় মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন।
ক্লাবের সভাপতি মুহিবুর রহমান রিমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুয়েল আহমদ এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্র প্রবাসী ফারুক মিয়া, আখাইলকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জালাল উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক মুকিছ আহমদ, আখাইলকুড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কায়েস খান, ওয়ার্ড সভাপতি শফিক মিয়া, সিলেটভিউর নিজস্ব প্রতিবেদক ওমর ফারুক নাঈম, সিলেট ভয়েজের সংবাদদাতা কামরুল হাসান শাওন, ক্লাবের উপদেষ্টা সেলিম আহমদ, কানাই ঘোষ, আলমগীর হোসেন, ফারুক আহমদ, রাজন আহমদ, সহ-সভাপতি রুমন আহমদ, সৌদি আরব প্রবাসী ছালিক আহমদ, পর্তুগাল প্রবাসী শামছুল ইসলাম জুবেল, রুমেল আহমদ প্রমুখ।
রসুলপুর প্রিমিয়ার লীগ (আরপিএল) টি-১০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হয় ইউনিটি ব্রাদার ও রানার্সআপ হয় ফ্রেন্ডসক্লাব মৌলভীবাজার। পরে প্রধান অতিথি বিজয়ী দুই দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।