রাজনগরে প্রতারক হাশিবুল মিনা আটক
ডলার পাউন্ড রিয়াল বিক্রির নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১:৫২ অপরাহ্ণ
আব্দুর রহমান সোহেল, রাজনগর ::
নাম হাশিবুল মিনা। ডলার, রিয়াল ও পাউন্ড বিক্রিই তার পেশা। কখনো ডলার, কখনো সৌদি রিয়াল, আবার কখনো পাউন্ড। লাখ লাখ টাকার ডলার বিক্রির জন্য তিনি বিভিন্ন হাটে-ঘাটে, বাজারে খোঁজে বেড়ান কাক্সিক্ষত ক্রেতা। লোভের আতিশয্যে ক্রেতারা অনায়াসে তার হাতে তুলে দেন লাখ লাখ টাকা। পরে যখন বুঝতে পারেন প্রতারিত হয়েছেন তখন সব শেষ। মাথা ছাপড়ানো ছাড়া কিছুই করার থাকে না।
প্রতারক হাশিবুল মিনার (৩৪) বাড়ি গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানার পাতারঘাটা গ্রামে। তিনি ওই গ্রামের মো. সামাদ মিনার ছেলে।
রাজনগর থানা পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের মোকামবাজারের ব্যবসায়ী মিটু মিয়ার দোকানে গত কয়েকদিন থেকে যাতায়াত করছেন ওই প্রতারক হাশিবুল মিনা। তিনি কাপড় ফেরি করে বিক্রি করেন। থাকেন শ্রীমঙ্গলের ভৈরবজার এলাকায়। কয়েকদিন যাওয়া আসার সুবাদে তার সাথে সখ্যতা গড়ে উঠে। এমন সময় প্রতারক হাশিবুল মিনা তার কাছে দুই বান্ডিল রিয়াল আছে কিন্তু জানাজানি হলে সমস্যা হতে পারে তাই কাউকে বলছেন না। মিটু মিয়াকে প্রস্তাব দেন তিনি কিনলে কম টাকায় দিয়ে দিবেন। মিটু মিয়ার সাথে কথা হয় ২ লাখ টাকার বিনিময়ে তিনি দুই বান্ডিল রিয়াল বিক্রি করবেন। সে অনুযায়ী প্রতারক হাশিবুল মিনা রাজনগরের মোকামবাজারে টাকা লেনদেনের জন্য যান। শেষ মুহূর্তে বিষয়টি সন্দেহজনক মনে হয় মিটু মিয়ার কাছে। তাই তিনি কয়েকজনকে ডেকে আনেন। এ সময় হাশিবুলের দেয়া টাকার বান্ডিল খুলে দেখেন উপরে একটি নোট ছাড়া বাকি সবই পত্রিকার কাগজ। পরে উপস্থিত লোকজন ওই প্রতারককে আটকে রাখেন। পরে রাজনগর থানার পুলিশকে খবর দিলে রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) দীপক দাস তাকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে রাজনগর থানায় এসআই দীপক দাস বাদী হয়ে মামলা (নং-১০) করেছেন।
এদিকে ওই প্রতারক গত ১ মাস আগে রাজনগর বাজার থেকে একই কায়দায় ২ লাখ টাকা, মুন্সিবাজার থেকে ৬ দিন পূর্বে পান খাইয়ে ৩ লাখ টাকা ও টেংরাবাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে বড়লেখা থানায় প্রতারণা মামলা ও খুলনার হরিনাতলা থানায় মাদক আইনে মামলা রয়েছে।
রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) দীপক দাস বলেন, সে বিভিন্ন স্থানে প্রতারণা করে মানুষদের লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে জানতে পেরেছি। তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে।