মেয়াদ উত্তীর্ণ আটা দিয়ে খাদ্যপণ্য তৈরি, বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২০, ৬:১৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মেয়াদ উত্তীর্ণ আটা দিয়ে খাদ্যপণ্য তৈরি করাসহ বিভিন্ন অপরাধের দায়ে মৌলভীবাজারের ভাই ভাই বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে শেরপুরে এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সময় আফরোজগঞ্জ বাজারে অবস্থিত শাহ আলম ভেরাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ডিএনসিআরপি মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, মূল্য তালিকা না রেখে অতিরিক্ত দামে পণ্য বিক্রয়, নোংরা পরিবেশ ও মেয়াদ উত্তীর্ণ আটা দিয়ে খাদ্যপণ্য তৈরি করাসহ বিভিন্ন অপরাধে এই জরিমানা করা হয়েছে। অভিযানে সহায়তায় ছিল আর্মস পুলিশ ব্যাটেলিয়ান ফোর্স।