ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জনের দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২০, ৫:৪১ অপরাহ্ণ
জয়নাল আবেদীন, কমলগঞ্জ ::
ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত কুলাউড়ার ৩ জনের মধ্যে দুইজনের লাশ দেশে আসার পর তাদের জানাযা ও দাফন-কাপন সম্পন্ন হয়েছে। নিহত হওয়ার ৭ দিনের মধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগীতায় দুজনের লাশ দেশে আনা হয়। নিহত ২ জনের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ও হাজীপুর ইউনিয়নে।
গতকাল রোববার কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের নিহত সবুর মিয়ার (৩৩) লাশ আসার পর ওইদিন সন্ধ্যায় স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে ওইদিন রাত সাড়ে ৯টায় হাজিপুর ইউনিয়নের বিলেরপার গ্রামের নিহত লিয়াকত আলীর (৩৫) লাশ বাড়িতে পৌঁছার পর আজ ১০ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১টায় জানাযার নামাজ শেষে কছমুলীপার কবরস্থানে দাফন করা হয়।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে দুজনের লাশ দাফন-কাপনের জন্য প্রতিটি পরিবারকে ৩৫ হাজার টাকা করে প্রদাান করা হয়েছে।
গত ২ ফেব্রুয়ারি বিকালে ওমানের আদম এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী ৫ জন নিহতের ঘটনায় ৫ জনের মধ্যে মৌলভীবাজার জেলার ৩ জন নিহত হন। ওমানে বাংলাদেশ দূতাবাস ও আত্মীয়দের সহযোগিতায় তাদের বাড়িতে লাশ এসে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এদিকে অপর নিহত কমলগঞ্জ উপজেলার আলিনগর ইউনিয়নের চিৎলিয়া বাজার টিলা এলাকার আলম হোসেন ওমানে অবৈধভাবে বসবাস করায় জটিলতা থাকায় তার লাশ দেশে আনতে আরো ১০/১২ দিন সময় লাগতে পারে।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী জানান, হাজীপুর ও শরীপুরের দুই নিহতের পরিবার খুবই অসহায়। সে জন্য সরকারিভাবে প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।