আগামীকাল কুলাউড়ায় ঐতিহাসিক আজিমুশ্বান জলসা
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২০, ৬:৪৯ অপরাহ্ণ
নাজমুল ইসলাম, কুলাউড়া ::
কুতুবুল আউলিয়া, হাদিয়ে যামান শাহ্ ছূফী হযরত মাওলানা আবু ইউছুফ মুহাম্মদ ইয়াকুব বদরপুরী (র.)’র ৬১তম ইছালে সাওয়াব মাহফিল উপলক্ষে ঐতিহাসিক আজিমুশ্বান জলছা অনুষ্ঠিত হবে।
আগামীকাল ২৬ জানুয়ারি রবিবার দেশ-বিদেশের ফুলতলী (র.)’র হাজার হাজার মুরিদীন-মুহব্বিনগণ কুলাউড়ার আলালপুর আলহাজ আত্তরখান হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে এই মাহফিলে সমবেত হবেন।
আজিমুশ্বান জলছায় সভাপত্বিত করবেন মুরশিদে বরহক, আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। এছাড়া ফুলতলী ছাহেব (র.)’র ছাহেবজাদা, খলিফা ও ত্বরিকতের বুজুর্গগণ রবিবার সকাল থেকে পরদিন ফজর পর্যন্ত যিকির-আজকারসহ মুল্যবান বয়ান পেশ করবেন। ঐতিহাসিক এই মাহফিলে সবাইকে যোগদান করার জন্য গুজারিশ করেছেন ছাহেবজাদায়ে ফুলতলী আল্লামা নজমুদ্দীন চৌধুরী ও হাফিজ মো. মহসিন খান আলালপুরী।
এদিকে শাহ্ ছূফী আলহাজ হযরত মাওলানা আবু ইউছুফ ইয়াকুব বদরপুরী ছাহেব (র.)’র ইছালে সাওয়াব উপলক্ষ্যে আজিমুশ্বান এই জলছাকে সুন্দরভাবে সফল করার জন্য কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী ফজলুল হক খান সাহেদ সর্বস্থরের জনসাধারণের প্রতি আহবান জানান।