শ্রীমঙ্গলে ‘বাতায়ন’র উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২০, ৭:৫৯ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
শ্রীমঙ্গলে সামাজিক সংগঠন বাতায়ন এর উদ্যোগে মেধা উৎকর্ষ ও মূল্যায়নী পরীক্ষা ২০১৮-১৯ এর উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সন্ধায় পৌর সভার মহসিন অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান।
বাতায়ন সভাপতি ডা. হরিপদের সভাপতিত্বে ও জগদীশ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, এমসি কলেজের সাবেক প্রফেসর সাইয়্যিদ মুজীবুর রহমান, শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক প্রফেসর কৃষ্ণলাল কালুয়ার, প্রফেসর লোকেশ চন্দ্র দেব, সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জমান, বালাগঞ্জ ডিগ্রি কলেজর অধ্যাপক ও বাতায়ন এর সাধারণ সম্পাদক অবিনাশ আচার্য, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার। এসময় ছাত্রছাত্রী, অবিভাবকগণ উপস্থিত ছিলেন।
ধারাবাহিকতায় ৬ষ্ঠ বারের মত বাতায়ন কর্তৃক উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০১৮ ও ২০১৯ সালে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ১৩শ শিক্ষার্থী মেধা উৎকর্ষ ও মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করে।
বিগত দুই বছরের পরীক্ষায় ১৩শ জনশিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে চূড়ান্ত মেধা তালিকায় ৬২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।