মৌলভীবাজারে বিশেষ শিশুদের মধ্যে শীত বস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২০, ৭:৪৩ অপরাহ্ণ
মৌলভীবাজার রঙ্গন মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে বিশেষ শিশুদের শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল রবিবার ১৯ জানুয়ারি বিকেলে মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় রঙ্গন মহিলা উন্নয়ন সংস্থার কাযালয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়। রঙ্গন মহিলা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শ্যামলী পূরকায়স্থ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আজেদুর রহমান, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সন্দিপ দাশ, সুষমিত পাল, সমরিতা পাল, দেবরাজ পাল প্রমুখ। শীত বস্ত্র বিতরণে মৌলভীবাজার সদর উপজেলার শতাধিক বিশেষ শিশুরা (অটিজম) উপস্থিত ছিলেন।