বড়লেখায় স্ত্রী শাশুড়ীসহ ৪ জনকে হত্যা শেষে হত্যাকারীর আত্মহত্যা, আহত ১
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২০, ২:৩০ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
বড়লেখায় স্ত্রী, শাশুড়ীসহ প্রতিবেশি দুজনকে কুপিয়ে হত্যা করে ঘাতক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বড়লেখার পাল্লাতল বাজার টিলা চা বাগানে। ঘাতকের নাম নির্মল। নিহতরা হলেন নির্মলের স্ত্রী ঢলি, শাশুড়ী লক্ষী, প্রতিবেশি বসন্ত ও তার মেয়ে শিউলি। এঘটনায় কানুন (৪০) অপর এক প্রতিবেশী নারী গুরুতর আহত হয়েছেন। তাকে সিলেট ওসসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ ১৯ জানুয়ারি রোববার ভোর সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নির্মল প্রথমে তাঁর স্ত্রী ঢলিকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে। এসময় শাশুড়ী জলিকে বাঁচাতে এগিয়ে এলে তাকে ও পরে দুই প্রতিবেশীকে কুপিয়ে জখময করে। ঘটনাস্থলে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে খুনি নিজের ঘরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।পারিবারিক কলহের জের ধরে চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বলে পুলিশ ধারণা করছে।
বড়লেখা থানার কর্তব্যরত এএসআই রোকসানা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে দুপুর ১২.২০ মিনিটে বলেন, হত্যাকারীসহ ৫ জনের মৃতদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। কানুন নামের গুরুতর আহত অপর প্রতিবেশিকে সম্ভবত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত খুনি নির্মল মাদকাসক্ত ছিলেন।
চা বাগানের একজন কর্মকর্তা সূত্রে জানা যায়, নির্মলের বাড়ি এই এলাকায় নয়। বছর খানিক আগে ডলির সঙ্গে তার বিয়ে হয়। তারপর থেকে তিনি শ্বশুর বাড়িতেই তিনি অবস্থান করছিলেন।
প্রতিবেশীরা জানান, ভোর ৫টার দিকে নির্মল ও ডলির মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ডলিকে মারধর করতে থাকলে ডলি দৌড়ে অন্য ঘরে বাবা মায়ের কাছে চলে আসে। তখন নির্মল ধারালো অস্ত্র দিয়ে ডলিকে কোপাতে থাকে। মেয়েকে রক্ষা করতে শাশুড়ি ছুটে আসলে তাঁকেও কোপায় নির্মল। এরপর বসন্ত ও শিউলি সেখানে আসলে দুজনকে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে চারজনের মৃত্যু হলে নির্মল নিজের ঘরে গিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ সুপার মো. ফারুক আহমেদ ও বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিনুল হক।
মৌলভীবাজারের পুলিশ সুপার মো. ফারুক আহমদ পূর্বদিককে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যাকারী একজনই নিশ্চিত হওয়া গেছে। কি কারণে এ ঘটনা ঘটেছে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।