মৌলভীবাজারে রবীন্দ্র সংগীত সন্ধ্যা, মুগ্ধ দর্শকশ্রোতা
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২০, ৪:৪৩ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে একটি সুরমুগ্ধ সন্ধ্যা কাটলো রবীন্দ্র সংগীত শ্রোতাদের। গানের ভেলা নামের একটি সংগঠন শীতের হাওয়ার লাগলো নাচন শিরোনামে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজন করে রবীন্দ্র সংগীত অনুষ্ঠানের। এতে সংগীত পরিবেশন করেন কলকাতার বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী শ্রেয়াগুহ ঠাকুরতা ও প্রবাসী রবীন্দ্র সংগীত শিল্পী নুরুল ইসলাম।
গতকাল ১৭ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় শিল্পীরা ‘বরিষ ধরা-মাঝে শান্তির বারি. শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে ঊর্ধ্বমুখে নরনারী ও দিবস রজনী, আমি যেন কার আশায় আশায়’ ‘মাঝে তব দেখা পাই- গ্রামছাড়া ওই রাঙা মাটির…সহ বেশকিছু জনপ্রিয় গান। শিল্পীদের সুরের মূর্ছনায়আবিষ্ট হন হলভর্তি দর্শক শ্রোতা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন ও পুলিশ সুপার ফারুক আহমদসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের আয়োজক ও সুরের বেলার সভাপতি রণজিৎ দত্ত জনি জানান, রবীন্দ্র চর্চা আমাদের ভেতরের মানবিকতা এবং সম্প্রীতি জাগিয়ে তুলে। মানবিক একটি সমাজের জন্য রবীন্দ্র চর্চা যেনো নিয়মিত হয় সে বিষয়ে গুরুত্ব দিয়ে নিয়মিতভাবে এমন আয়োজনের চেষ্টা করে থাকি। শ্রোতাদের তৃপ্তি দিলে পারলে তবেই আয়োজন সফল ।