নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যাকান্ডের বিরুদ্ধে কবিতা পাঠ
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২০, ৩:০৩ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যাকান্ড এবং সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে কবিতায় প্রতিবাদ জানিয়েছে মৌলভীবাজারের কবিতায় আড্ডা নামের একটি সংগঠন।
আজ ১২ জানুয়ারি রোববার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবরে সম্মুখে কবিরা প্রতিবাদী কবিতা পাঠ করেন।
সংগঠনের মুখপাত্র কবি সজিব তুষারের পরিচালনায় কবিতা পাঠ করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় সদস্য কবি জাবেদ ভূঁঈয়া, সংস্কৃতি কর্মী শাহীন ইকবাল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা দপ্তর সম্পাদক রাজীব সূত্রধর, বিজ্ঞান আন্দোলন মঞ্চের সংগঠক সীমান্ত দাস, সংগঠক আবু তালেব প্রমূখ।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা জহরলাল দত্ত ও সাংবাদিক মাহমুদ এইচ খান।
আয়োজনে কবিরা স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে সমাজের চলমান বিশৃঙ্খলা, অন্যায়-অবিচার তুলে ধরেন এবং বক্তব্যের মাধ্যমে ধর্ষকদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।