জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধে বেশি করে গাছ লাগান -বড়লেখায় পরিবেশমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২০, ৮:৩৬ অপরাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, সাধারণত মনে করা হয় গাছ শুধুমাত্র ফার্নিচারের কাজেই ব্যবহৃত হয়। কিন্তু অনেকেই জানেন না মানুষ ও পরিবেশের জন্য কতভাবে যে গাছের উপকারিতা রয়েছে। গাছের বহুমাত্রিক উপকারিতা সকলকে অনুধাবন করতে হবে। বিশ্বব্যাপি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধে সকলকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে।
আজ ১১ জানুয়ারি শনিবার দুপুরে বড়লেখায় বনবিভাগের রেঞ্জ অফিসের নবনির্মিত কার্যালয় ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন বন বিভাগের সহকারী বন সংরক্ষক জিএম মো. আবু বক্কর সিদ্দিক।
সিলেট বিভাগীয় বন সংরক্ষক (ডিওএফ) এসএম সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও মো. শামীম আল ইমরান, সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নুরী, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, জেলা পরিষদ সদস্য শহীদুল আলম শিমুল প্রমুখ।