মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার একাডেমিক ভবনের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৪ জানুয়ারি ২০২০, ৪:১১ অপরাহ্ণ
মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার একাডেমিক ভবনের উদ্বোধন ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভবনের উদ্বোধন করেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
আজ ৪ জানুয়ারি শনিবার দুপুরে মাদরাসা মাঠে গভর্নিং বডির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীনের সভাপতিত্বে ও মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল আলিমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান, পৌর মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ূম সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুহিবুর রহমান তরপদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন অভিভাবক সদস্য বকসী ইকবাল আহমদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিং বডির সদস্য, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক কর্মরত সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিদের সংবর্ধনা প্রদান করা হয়।
মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা শামসুল ইসলাম জানান, ভবনটির নির্মাণ কাজ শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৭০ লক্ষ টাকা ব্যয়ে ৪তলা ফাউন্ডেশন বিশিষ্ট ভবনের দুই তলার কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া প্রকল্পের অধীনে প্রশাসনিক ভবন-২ এর উর্ধ্বমুখী ভবনের তিন তলার কাজ সম্পন্ন হয়েছে।