আন্তর্জাতিক কিরাত সম্মেলন II লাখো মানুষের পদভারে মুখরিত হবে মৌলভীবাজার
প্রকাশিত হয়েছে : ১ জানুয়ারি ২০২০, ১:১১ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
আজ পহেলা জানুয়ারি ২০২০। মৌলভীবাজারে আনজুমানে আল ইসলাহর আন্তর্জাতিক কিরাত সম্মেলন। সকল প্রস্তুতি সম্পন্ন। অতিথিদের জন্য প্রস্তুত দৃষ্টিনন্দন মঞ্চ। প্রস্তুত বিশাল প্যান্ডাল। যোহরের নামাজরে পরই আনুষ্ঠানিক উদ্বোধন। ইতোমধ্যে ইরাক, মিশর ও ভারতের কারীরা বাংলাদেশে এসে পৌঁছেছেন। লাখো মানুষের পদভারে মুখরিত হবে মৌলভীবাজারের কাশিনাথ আলাউদ্দিন হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠ।
আন্তর্জাতিক কিরাত সম্মেলনে সভাপতিত্ব করবেন মৌলভীবাজার জেলা আল ইসলাহর সভাপতি অধ্যক্ষ মাওলানা শামছুল ইসলাম। সঞ্চালনা করেবেন জেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুল আলীম। অনুষ্ঠানে কেন্দ্রীয় আল ইসলাহ, তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এছাড়া জেলার রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বুদ্ধিজীবী, সাংবাদিকবৃন্দ উপস্থিত থাকবেন।
মৌলভীবাজার আল ইসলাহ সূত্র জানায়, কিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ একেএম মনোওর আলী, যুগ্ম মহাসচিব আহমদ হাসান চৌধুরী ফুলতলী। কুরআন তেলাওয়াত করবেন মিশরের কারী শাইখ মুহাম্মদ আদিল আল বায ও শাইখ মুহাম্মদ মুহাম্মদ আল মুরিজি, ইরাক থেকে আসবেন কারী শাইখ হুসাইন আল বারজানযী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলাদেশের কারী শাইখ আহমদ বিন ইউসূফ আল আজহারী, সিলেটের মাওলানা কারী জ.উ.ম আব্দুল মুনাইমসহ ভারতের উত্তর প্রদেশ ও আসামের কারীগণ।
সরেজমিন আন্তর্জাতিক কিরাত সম্মেলনের অনুষ্ঠানস্থল ঘুরে দেখা যায়, অতিথিদের জন্য পাশাপাশি ৩টি মঞ্চ তৈরি করা হয়েছে। মূল মঞ্চে বসে কুরআন তেলাওয়াত করবেন বাংলাদেশ ও বহির্বিশ্বের কারীরা। মূল মঞ্চের পাশাপাশি আরো দুটি মঞ্চ তৈরিা করা হয়েছে। সেখানে অন্যান্য অথিতিরা আসনগ্রহণ করবেন। মঞ্চের পাশে দুটিকর্ণার রাখা হয়েছে। একপাশে সাংবাদিক কর্ণার ও অন্যপাশে আল ইসলাহর অস্থায়ী অফিস। আছে তথ্যকেন্দ্র।
মৌলভীবাজারে এই প্রথম আনজুমানে আল ইসলাহর ব্যানারে আন্তর্জাতিক কিরাত সম্মেলনের আয়োজন করা হয়েছে। কিরাত সম্মেলনকে সফল করতে ২১টি উপকমিটির মাধ্যমে ৭টি উপজেলা, পৌর শাখার অন্তর্গত প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড সফর করা হয়েছে।
কিরাত সম্মেলন চলাকালে অনুষ্ঠানস্থলে জরুরী স্বাস্থ্যসেবার জন্য রয়েছে মেডিক্যাল টিম। পুরো অনুষ্ঠান লাইভ সম্প্রচার করবে মৌলভীবাজার ক্যাবল নেটওয়ার্ক এমসিএস।