কমলগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বার্ষিক বনভোজন
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০১৯, ৬:৩৪ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বনভোজনে প্রায় ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রাকৃতিক সৌন্দর্য্যরে অপার লীলাভূমি দর্শন, মধ্যাহ্নভোজ, প্রতিযোগিতা ও খেলাধুলা ছিল এ আয়োজন। সোমবার সকাল ১০টায় প্রেসক্লাব কার্যালয় থেকে গাড়ীযোগে যাত্রা শুরু করে শমশেরনগর বাঘিছড়া লেইক ভ্রমণ করে দুপুরে হীড বাংলাদেশ গিয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ^জিত রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমানের পরিচালনায় আলোচনায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক। বিশেষ অতিথি থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, পৌরসভার মেয়র জুয়েল আহমদ। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়, এমএ ওয়াহিদ রুলু, প্রনীত রঞ্জন দেবনাথ, শাহিন আহমেদ প্রমুখ।
প্রেসক্লাবের সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, কার্যনির্বাহী সদস্য পৌর মেয়র মো. জুয়েল আহমেদ ও সাধারণ সদস্য কবি আব্দুল হাই ইদ্রিছীকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মধ্যাহ্নভোজ নৈসর্গিক লীলাভূমি মাধবপুর লেকে বাসযোগে যাত্রা শুরু হয়। খেলা শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে সকল সদস্য ও অতিথিবৃন্দকে স্মারক হিসেবে একটি মগ ও খেলাধুলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।