কমলগঞ্জে হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০১৯, ৯:১৫ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জের মাধবপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত হতদরিদ্র পরিবারের মাঝে সাড়ে ৩শ’ কম্বল বিতরণ করা হয়েছে। আজ ২৫ ডিসেম্বর বুধবার দুপুরে মাধবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়।
মাধবপুর ইউপি চেয়ারম্যান পুস্প কুমার কানুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশেকুল হক। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোতাহের আলী, সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন, ইউপি সদস্য রনজিৎ কুমার সিংহ, আব্দুল আহাদ, কৃষ্ণলাল দেশওয়ারা, সাবিদ আলী, সংরক্ষিত মহিলা সদস্য সুমিত্রা বালা নুনিয়া ও রিনা বেগম প্রমুখ। ৫টি ওয়ার্ডের সাড়ে ৩শ’ শীতার্থ দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।