মৌলভীবাজারে আয়োজিত তিন দিনের বিজ্ঞান মেলা সমাপ্ত
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০১৯, ৬:৪৬ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান মেলা সম্পন্ন হয়েছে। আজ ২৩ ডিসেম্বর সোমবার মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাপনী সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক নাজিয়া শিরিন বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন ।
গত ২১ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়।
সমাপনী দিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সুনজিত কুমার চন্দ, সদর মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ মিয়া, একাটুনা ইউপি চেয়ারম্যান আবু ছুফিয়ান। অতিথিরা প্রতিটি স্টল ঘুরে দেখে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবন সম্পর্কে তথ্য জেনে নেন।
মেলায় সিনিয়র গ্রুপে ৩টি কলেজ ও জুনিয়র গ্রুপে একটি মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ২৫টি স্টল অংশগ্রহণ করে। স্কুল পর্যায়ে শিক্ষার্থীরা রক্ত সঞ্চালন প্রক্রিয়ার একটি প্রকল্প অতিথি ও দর্শকদের কাছে উপস্থাপন করেন হাইড্রোলিক রোবট ও আবদ্ধ পরিবেশ থেকে দূষিত বায়ু (ধোয়া) নিষ্কাশন প্রকল্প। স্কুলের শিক্ষার্থীরা তাদের প্রকল্পে ভূমিকম্পের পূর্বাবাস, ক্রেন, ওয়াটার পাম্প ও স্যাটেলাইট উপস্থাপন করে, প্রডিউস ইলেক্ট্রিসিটি ফ্রম থান্ডার বল্ট প্রকল্প উপস্থাপন করে।