লাউয়াছড়ায় গাছ কাটার আয়োজনের প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০১৯, ৪:১০ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
লাউয়াছড়া বনের আশাপাশে সামাজিক বনায়নের নাম দিয়ে গাছ কাটার আয়োজনের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে লাউয়াছড়া বন ও জীববৈচিত্র রক্ষা আন্দোলন। শ্রীমঙ্গলের চৌমোহনা এলাকায় আজ ১৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
লাউয়াছড়া বন ও জীববৈচিত্র রক্ষা আন্দোলনের সভাপতি প্রভাষক জলি পালের সভাপতিত্বে ও প্রীতম দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেনÑ বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, শিক্ষাবিদ দীপেন্দ্র ভট্টাচার্য, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম মৌলবীবাজার জেলা শাখার সভাপতি ও মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ মহসিন পারভেছ, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি মৌলভীবাজার জেলা শাখার সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সৈয়দ আমিরুজ্জামান, লাউয়াছড়া বন ও জীববৈচিত্র রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক কাজী শামসুল ইসলাম, কবি জাবেদ ভূঁইয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নিজেদের বেঁচে থাকার প্রয়োজনেই দেশে প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশকে সঠিকভাবে রক্ষা করতে হবে। লাউয়াছড়া বনকে উদ্যান বানানোর তীব্র নিন্দা জানিয়ে তারা বলেন, লাউয়াছড়া বনের আশপাশে এলাকা হচ্ছে লাউয়াছড়া বনের ডাইনিং রুম। তাই এর আশেপাশের এলাকার গাছ সামাজিক বনায়নের নামে গাছ কাটা সহ্য করবে না এ দেশের জনগণ।