মৌলভীবাজারে ঘোড়া দৌড় প্রতিযোগিতা II জিতল কিশোর সওয়ারির ‘হৃদয় বাংলা’
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০১৯, ৬:০২ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মহান বিজয় দিবস উপলক্ষে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে এম সাইফুর রহমান স্টেডিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা। এনিয়ে ৬ষ্ঠবারের মতো ঘোড়া দৌড় হলো।
দৌড়ে সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে আসা সব ঘোড়াদের পিছনে ফেলে প্রথম হলো হৃদয় বাংলা। প্রতিযোগিতায় প্রথম হওয়া ঘোড়ার সওয়ারি আল-আমিন। সে ঘোয়াইনঘাট থেকে এসেছে। এই কিশোর এবার পিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তাকে ঘিরে ছিলো দর্শকদের আকর্ষণ। দ্বিতীয় হয়েছে মৌলভীবাজারের দিল-দেওয়ান ও তৃতীয় হয় হবিগঞ্জের চুনারুঘাট এলাকার জালালী নামের ঘোড়া।
মৌলভীবাজারসহ সিলেটের চার জেলা থেকে আগত ঘোড়া এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করেছে। যা উপভোগ করতে হাজারো দর্শনার্থীদের ভিড় জমে।
প্রতিযোগীতায় অংশ নেয়া ঘোড়াগুলোর নামেও রয়েছে ভিন্নতা। হৃদয় বাংলা, জালালী, মামু ভাইগ্না, দোয়েল বাইচ্চা, দিল-দেওয়ান, লাল পাগলা ও সুন্দর নামের ১২টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। ঘোড়াদের দৌড়ের তালে সাইফুর রহমান স্টেডিয়াম হয়ে উঠে উৎসবমুখর। সৌখিন ঘোড়ার মালিকরা প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পেরে আনন্দিত।
ঘোড় দৌড় অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি নাজিয়া শিরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে প্রমুখ। শেষে বিজয়ীদের মধ্যে নগদ অর্থসহ পুরস্কার তুলে দেন অতিথিরা।