কুলাউড়ায় উরসের নামে চলছে অপকর্ম, দুইপক্ষের হামলায় আহত ৫
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০১৯, ৬:৩৪ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার, কুলাউড়া ::
কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে হযরত শাহ কালা (রহ.) মাজারকে কেন্দ্র করে উরুসের নামে নানা অসামাজিক কর্মকান্ড চলছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করছেন। জুয়া খেলাকে কেন্দ্র করে ১৩ ডিসেম্বর রাতে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এসব আয়োজনের পেছনে ক্ষমতাসীন দলের প্রভাবশালীরা জড়িত বলে পুলিশ জানায়।
একাধিক সুত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে উপজেলার বরমচাল ইউনিয়নের সিংগুর এলাকায় শাহ কালা (রহ.) এর উরস। প্রতিবছর এই উরস ৩দিনের হয়ে থাকলেও এখন ৫ দিনের আয়োজন করা হয়।
উরসের নামে মাজারের আশপাশ এলাকায় বসেছে সার্কাস, ডেঞ্জার গেইম, অশ্লীল নৃত্য, গাজা ও জুয়ার জমজমাট আসর। উরসকে কেন্দ্র করে মাজারের খাদিমদের মধ্যে দ্বিমত রয়েছে। মাজারের বার্ষিক উরস ২১, ২২ ও ২৩ মার্চ বলে জানান একপক্ষ।
জানা যায়, ১৩ ডিসেম্বর শুক্রবার রাতে জুয়া খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ৫জন আহত হয়। আহতরা হলেন- সুন্দর মিয়া, রুহিন মিয়া, নাসির, তারিক, সাজু। আহতরা কুলাউড়া হাসপাতালে চিকিৎসা নেয়।
কুলাউড়া থানার এসআই রফিক জানান, তরিকুল ইসলাম, সাবেক মেম্বার সাজ্জাদ হোসেন সাজু ও সোহেল মিয়ার নেতৃত্বে এসব অপকর্ম চলছে। এরা ক্ষমতাসীন দলের নেতা। মেলার অনুমোদন পুলিশ দেয়নি।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান জানান, উরসের নামে মেলাসহ সবকিছু (আজ) শনিবার রাতেই বন্ধ করে দেয়া হবে।
কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী জানান, বিষয়টি আমার জানা নেই। অবশ্যই খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।