কমলগঞ্জে বিজয় দিবস উদযাপন উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০১৯, ৪:২৩ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জ উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিনব্যাপী ‘বিজয় দিবস উদযাপনে ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে। উদযাপন পর্ষদ পতনঊষার এর আয়োজনে গত ১৩ ডিসেম্বর শুক্রবার দুপুর আড়াইটায় রথের টিলা মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিজয় দিবস উদযাপন পর্ষদ এর সদস্য সচিব অলি আহমদ খান, সদস্য ও মিডিয়া কমিটির আহবায়ক আব্দুল হান্নান চিনু, সদস্য ও অর্থ কমিটির আহŸায়ক প্রভাষক আব্দুল আহাদ, ক্রীড়া কমিটির আহবায়ক ওমর মাহমুদ আনসারী তালেব, অর্থ কমিটির সচিব জমসেদ আলী, আনোয়ার খাঁন, সুবোধ পালসহ বিভিন্ন উপ-কমিটির সদস্য ও খেলোয়ারবৃন্দ। উদ্বোধনী দিনে ক্রিকেট দল বিজয় ও ক্রিকেট দল দিবস প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
উল্লেখ্য, তিন দিনব্যাপী ‘বিজয় দিবস উদযাপন পর্ষদ’ আগামী ১৫ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর নানা আনুষ্ঠানিকতায় বিজয় উৎসব পালন করবে।