শ্রীমঙ্গলে অবৈধ ব্যানার ফেস্টুন অপসারণ অভিযান
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০১৯, ৬:০১ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
শ্রীমঙ্গলে শহরের সৌন্দর্য ফিরিয়ে আনতে সৌন্দর্য হানীকর ব্যানার ফেস্টুন অপসারণ অভিযান শুরু করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন। ‘পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর’ এই শ্লোগানে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, পৌরসভা, স্কাউটস শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক ও স্থানীয়দের নিয়ে পৌর এলাকায় সাটানো ব্যানার, ফেস্টুন, সাইবোর্ড, বিলবোর্ড অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে।
১২ ডিসেম্বর বৃহস্পতিবার শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলামের নেতৃত্বে পৌর শহরে বিভিন্ন এলাকায় ফেস্টুন, ব্যানার ও বিভিন্ন অবৈধ সাইনবোর্ড অপসারন কাজ শুরু করেন। এসময় শ্রীমঙ্গল পৌরসভার থেকে জনবল সরবরাহ করা হয়। এছাড়া স্কাউট এর সদস্যরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এর আগে উপজেলা প্রশাসন এসব সাইনবোর্ড, ব্যানার অপসারনে সংশ্লিষ্টদের রবিবার (৮ ডিসেম্বর) পর্যন্ত সময় বেঁধে দিয়ে শহরে মাইকিং করা হয়। কিন্তু সরেজমিন প্রশাসনের আহবানে সারা না মেলায় সোমবার (৯ ডিসেম্বর) থেকে এই অভিযান শুরুর উদ্যোগ নেয়া হয়।
গত সোমবার উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পর্যটন শহরকে পরিচ্ছন্ন রাখতে সৌন্দর্য্য হানীকর এসব সাইনবোর্ড বিলবোর্ড অপসারণে সবার সহযোগীতা কামনা করেন। তিনি বলেন, জাতির জনকের জন্ম শতবার্ষিকী সামনে রেখে সরকার ‘পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর’ কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। প্রথমে পৌর শহরে এবং পর্যায়ক্রমে গোটা উপজেলাজুড়ে এসব সাইনবোর্ড অপসারণের জন্য অভিযান চালানো হবে। এজন্য রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা হয়েছে, সবাই এতে সমর্থন জানিয়েছেন বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী অফিসার আরো বলেন, গাছেরও তো প্রাণ আছে, অনেক অবিবেচক মানুষকে গাছে পেরেক ঠুঁকে বিজ্ঞাপনের সাইনবোর্ড লাগাতে দেখা গেছে। এই অভিযানের পর নতুন করে কেউ আইন অমান্য করে সাইনবোর্ড ব্যানার, ফেস্টুল লাগালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত বসিয়ে অর্থদন্ডসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। এক প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী অফিসার জানান, সাইনবোর্ড অপসারনের পর শহরের ফুটপাথ দখল মুক্ত করতে অভিযানে নামবে প্রশাসন।