জুড়ী আধুনিক প্রাইভেট হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০১৯, ৪:১০ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
জুড়ী উপজেলার জাঙ্গিরাই বড়লেখা রোডে অবস্থিত জুড়ী আধুনিক প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে প্রতিশ্রুত সেবা না দেওয়ায় ও ঔষধের মূল্য বেশি রাখার অভিযোগ এনে স্বপন দেবনাথ নামের এক সেবাপ্রার্থী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগকারীর অভিযোগ আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজ ১১ ডিসেম্বর মৌলভীবাজার ভোক্তা কার্যালয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য শুনেন। পরে অভিযোগ প্রমানীত হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের ম্যানেজার মো. শামিম উদ্দিন তাৎক্ষনিক জরিমানার টাকা পরিশোধ করেন। আইন অনুযায়ী অভিযোগকারী স্বপন দেবনাথকে জরিমানার ২৫% হিসাবে ৫ হাজার টাকা প্রদান করা হয়।