মৌলভীবাজারে মানবাধিকার দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০১৯, ৬:৩৬ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
‘মানবাধিকার সুরক্ষায় তারুন্যের অভিযাত্রা’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে মানবাধিকার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ ১০ ডিসেম্বর মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালী শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে এর সভাপতিত্বে এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
বত্তব্য রাখেন অ্যাডভোকেট কিশোরী পদ দেব শ্যামল, সদর উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম, ডা. রোকসানা ওয়ায়েদ রাহী, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সালেহ এলাহি কুটি, নিজামুল হক প্রমুখ।