কমলগঞ্জে সহকারী স্বাস্থ্য পরিদর্শক গোপেন্দ্র শর্মাকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০১৯, ৭:১৮ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
কমলগঞ্জে উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক গোপেন্দ্র শর্মার অবসর পরবর্তী বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ ১০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করা হয়।
কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদুল কবিরের সভাপতিত্বে ও স্বাস্থ্য সহকারী তোফায়েল আহমদ এবং পরিমল রায়ের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিসেফ সিলেট বিভাগীয় কর্মকর্তা ডা. দেবজ্যোতি দেব। বিশেষ অতিথি ছিলেন ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরের ম্যালেরিয়া বিভাগের কর্মকর্তা ডা. সুমন বিশ্বাস, কমলগঞ্জের স্বাস্থ্য পরিদর্শক অতুল চন্দ্র দেব।
সংবর্ধনা সভায় বক্তারা বলেন, সততা ও দক্ষতার সাথে গোপেন শর্মা তার কর্মজীবন অতিবাহিত করেছেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন সৎ, সদালাপী ও হাস্যেজ¦ল ব্যক্তি। তার কর্মনিষ্টা তাকে মানুষের মনে আজীবন বাঁচিয়ে রাখবে।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মো. আশরাফুল আলম, সহস্বাস্থ্য পরিদর্শক দ্বিজেন্দ্র চ্যাটার্জি, আনজুমান আরা রুবী, স্বাস্থ্য সহকারী আহমদ আলী (জুনিয়র), হাফিয মোস্তাকিম আহমদ, মিজানুর রহমান শিপু প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।