মৌলভীবাজারে আন্তর্জাতিক কিরাত সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে আল ইসলাহর মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ৯ ডিসেম্বর ২০১৯, ৪:৫১ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে আন্তর্জাতিক কিরাত সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে সহযোগী সংগঠনের নেতৃবর্গকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৯ ডিসেম্বর সোমবার দুপুরে মৌলভীবাজারে সংগঠনের জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা এম এ আলিমের পরিচালনায় সভায় আল ইসলাহর বিভিন্ন উপজেলা ও পৌর কমিটি, তালামীযে ইসলামিয়া, লতিফিয়া কারী সোসাইািট, জমিয়তুল মোদার্রেছীন ও লতিফিয়া হিফজুল কুরআন বোর্ডের বিভিন্ন শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দসহ ফুলতলী মসলকের বিশিষ্ট ব্যক্তিবর্গ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
আগামী ১ জানুয়ারি ২০২০ সালে আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কিরাত সম্মেলন সফলভাবে বাস্তবায়নের পক্ষে মতামত ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।