মৌলভীবাজারে হানাদার মুক্ত দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ৮ ডিসেম্বর ২০১৯, ৬:১৮ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পন, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মৌলভীবাজার হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
আজ ৮ ডিসেম্বর রোববার সকালে মৌলভীবাজার শহরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে জাতীয় ও মুক্তিয়োদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান।
পরপর শহরে আনন্দ র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর সেখানে জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, সাবেক জেলা কমান্ডার মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, পৌর মেয়র ফজলুর রহমানসহ মুক্তিযোদ্ধাবৃন্দ।